|
|
Anjan Dutta Best Collection
|
|
|
Best songs of Anjan Dutta
কাঞ্চনজঙ্ঘা
- অঞ্জন দত্ত
একটু ভাল করে বাঁচব বলে আর একটু বেশি রোজগার
ছাড়লাম ঘর আমি ছাড়লাম ভালবাসা আমার নীলচে পাহাড়
পারল না কিছুতেই তোমার কলকাতা আমাকে ভুলিয়ে দিতে
পাহাড়ি রাস্তার ধারের বস্তির আমার কাঞ্চনকে
কাঞ্চন জ্ঞানা কাঞ্চন ঘর
কাঞ্চনজঙ্ঘা কাঞ্চন মন
তো পাইলে সোনা অনু লইয়ো
মউল্লা হাঙচুকাঞ্চন
সোনার খোঁজে কেউ কত দূরদেশে যায় আমি কলকাতায়
সোনার স্বপ্ন খুঁজে ফিরি একা একা তোমাদের ধর্মতলায়
রাত্তির নেমে এলে তিনশ বছরের সিমেন্টের জঙ্গলে
ফিরে চলে যাই সেই পাহাড়ি বস্তির কাঞ্চনের কোলে
জং ধরা রঙচটা পার্কের বেঞ্চিটা আমার বিছানা
কখন যে তুলে নিয়ে গিয়েছিল আমাকে তোমাদের থানা
তিন মাস জেল খেটে এখন আমি সেই থানার দারোয়ান
পারব না ফিরে পেতে হয়ত কোনদিন আমার সেই কাঞ্চন
কাঞ্চন জ্ঞানা কাঞ্চন ঘর
কাঞ্চনজঙ্ঘা কাঞ্চন মন
তো পাইলে সোনা অনু লইয়ো
মউল্লা হাঙচুকাঞ্চন
বেড়াতে যদি তুমি যাও কোনদিন আমার ক্যালিম্পং
জেনে রেখো শংকর হোটেলের ভাড়া ট্যুরিস্ট লজের থেকে কম
রাত্তির নেমে এলে আসবে তোমার ঘরে চুল্লিটা জ্বালিয়ে দিতে
আর কেউ নয় সে যে আমার ফেলে আসা নীলচে পাহাড়ের মেয়ে
বলো না তাকে আমি দারোয়ান শুধু বলো করছি ভালোই রোজগার
ঐ বস্তির ড্রাইভার চিগমির সাথে যেন বেঁধে না ফেলে সংসার
আর কিছু টাকা আমি জমাতে পারলে যাব যাব ফিরে
পাহাড়ি রাস্তার ধারের বস্তির আমার নিজের ঘরে
আর যদি দেখ তার কপালে সিঁদুর বলো না কিছুই তাকে আর
শুধু এই সত্তর টাকা তুমি যদি পারো গুঁজে দিও হাতে তার
ট্রেনের টিকিটের ভাড়াটা সে দিয়েছিলো কানের মাকড়ী বেঁচে
ভালবাসার সেই দাম তুমি দিয়ে দিও আমার কাঞ্চনকে
কাঞ্চন জ্ঞানা কাঞ্চন ঘর
কাঞ্চনজঙ্ঘা কাঞ্চন মন
তুমি যাকে বল সোনা
আমি তাকে বলি কাঞ্চন
কাঞ্চন জ্ঞানা কাঞ্চন ঘর
কাঞ্চনজঙ্ঘা কাঞ্চন মন
তো পাইলে সোনা অনু লইয়ো
মউল্লা হাঙচুকাঞ্চন
মালা
তোমার জঙলা পাড়ের ঢাকেশ্বরীর শাড়ি, তোমার পিসিচন্দ্রের ঝুমকো কানের দুল
আজ ১২ই মে তাই সকাল থেকে জন্মদিনের তোড়া তোড়া ফুল
তোমার সানন্দার পাতা থেকে চিনে নেয়া প্রেমিক পার্কের সংসার
তোমার স্বামী আজ অনেক দিনের পরে তোমার ঘরে নিয়ে হাজার বিদেশী উপহার
এই শুভ দিনে নানান কাজের ফাঁকে পড়ছে কি মনে তোমার
এই ১২ই মে তুমি চলে গিয়েছিলে জীবন থেকে আমার
আজ যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে মনের ভেতর ঘুমের ঘোরে
তোমার সাজানো শরীরের ভেতরে মালা তুমি কে, তুমি কে?
তোমার কথা বলা যেন মধুবালা , তোমার হাঁটাচলা সোফিয়া লোরেন
তোমার গন্ধ ফরাসি আনায় আনায় অভিমান অপর্না সেন
বৃষ্টি এলে চলে যাও জয়সলমীর, শীতকালে কোডাইকানাল
দমদমে নামলে তোমারই বাড়ীতে কফি খায় ইমরান খান
তোমারই জন্য ওবেরয় ভাইদের দরজা সদাই খোলা
সাঁতার শেখার আলিয়স ফ্রঁসে দিনগুলি ঘেরা
তবু যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে মনের ভেতর ঘুমের ঘোরে
তোমার সাজানো শরীরের ভেতরে মালা তুমি কে, তুমি কে?
মনে পড়ে কি সেই মৌলালির মন বাসস্টপে দুপুর বেলায়
মনে পড়ে কি সেই রুবি রায়ের গান শোনাতাম আমি তোমায়
দুজনেরই চোখে ছিল বাঁচার স্বপ্ন যেভাবে হোক যেমন করেই
ছিলনা যে কিছুই বেচার আমার গেলাম তাই যে হেরে
আজ রে ব্যান্ড দিয়ে তুমি যতই ঢেকে রাখ চোখ লুকোতে পারবেনা
এন্টালি সিনেমার পেছনের বস্তির মৌলালির মালা
আমি জানি তুমি কোথায় যাও রোজ রাত্তিরে মনের ভেতর ঘুমের ঘোরে
আমি দেখে ফেলেছি তোমার মনের ভেতরটা আমি চিনি আমি জানি তোমাকে, তোমাকে। |
Rating: 2.1/5 (7 votes cast) |
Views: 2306
Report Broken Link
|
'
|
User Comments on Anjan Dutta Best Collection: | No comment yet on this video. Be the first one! For your comment on this video, please click "Add a comment" button above. |
|
|
|
|
|
|